সুপ্রভাত সিডনি রিপোর্ট : বর্তমান লেবার সরকার TPV এবং SHEV-তে ১৯ হাজার রিফ্যুজিদেরকে স্থায়ী ভিসা দেওয়ার জন্য আলবেনিজ সরকারের ঘোষণাকে সবাই স্বাগত জানিয়েছে। কিন্তু ব্রিজিং ভিসায় থাকা হাজার হাজার শরণার্থীকে পেছনে ফেলে রাখা হয়েছে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে এখনো কোনো নিশ্চয়তা নেই। এছাড়া, হাজারো রিফ্যুজিদের মামলা সর্বোচ্চ পর্যায় থেকে বাতিল করা হয়েছে। যাদের কোনো বৈধ থাকার অনুমতি, মেডিকেয়ার বা কাজের অনুমতি নেই -এদের সংখ্যাও অনেক।
সকল শরণার্থীদের স্থায়ী ভিসা নিশ্চিত করার অভিযান অব্যাহত! প্রতিটি রিফ্যুজিকে আরো ঐক্যবদ্ধ হতে হবে।স্থায়ী ভিসার জন্য সমাবেশে অংশ নিতে আগামী ৬/৭/৮ মার্চ সংসদ ভবন, ক্যানবেরায় যাবার আমন্ত্রণ জানিয়েছেন নেতৃবৃন্দ।
অনিশ্চিত, অস্থায়ী ব্রিজিং ভিসায় রাখা সমস্ত শরণার্থীদের জন্য ১০ বছরের নিরাপত্তাহীনতা এবং পারিবারিক বিচ্ছেদের নিষ্ঠুরতার অবসান ঘটাতে এ ধরনের উদ্দেগ নেয়া হয়েছে বলে সুপ্রভাত সিডনিকে জানানো হয়েছে। সত্যিকারের নিরাপত্তা ছাড়া প্রতিটি দিন তাদের পরিবারের নিরাপত্তার জন্য ক্রমাগত ভয়ের সাথে বসবাসকারী ব্যক্তিদের আরও ক্ষতি এবং ট্রমা সৃষ্টি করে যাচ্ছে -যা নাকি মানষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অভিজ্ঞ মহল মনে করেন – সকল শরণার্থীদের স্থায়ী ভিসা প্রদান অত্যন্ত জরুরী !
রিফ্যুজিদের মৌলিক অধিকার প্রতিষ্টার লক্ষে আপনিও অংশ গ্রহণ করুন। বাংলাদেশী রিফ্যুজি অব অস্ট্রেলিয়ার সভাপতি নাসির আহমেদের (0416 794 037) সাথে যোগাযোগ করে আপনার আসন নিশ্চিত করুন।
Hi boys this very important part of the refugees please come and join us
I’ll come join with everyone ❤️❤️