সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১১ নভেম্বর শনিবার ২০২৩ হৃদ- ক্রিয়া বন্ধ হয়ে কাজী রিয়াদ নামে একজন বাংলাদেশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি সিডনির পেনান্ট হিলস নামক স্থানে দুই পুত্র ও স্ত্রীসহ বসবাস করতেন।
গত ১৭ নভেম্বর শুক্রবার ২০২৩ ল্যাকেম্বার আলী ইব্ন আবু তালেব (বড় মসজিদ নামে সুপরিচিত) জানাজা শেষে রকউড কবরস্থানে দাফন করা হয়।
কাজী রিয়াদকে আল্লাহ সুবহানাতায়ালা জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন (আমিন) সুপ্রভাত সিডনি পরিবারের পক্ষ থেকে এ দোয়া করছি।