সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী সফল একজন ব্যবসায়ীর নাম রায়ান রহমান। এশিয়ান স্কিলস ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়া (সংক্ষেপে ASIA) নামে সুপরিচিত একটি বিশাল প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রায়ানের মুখোমুখি হয় সুপ্রভাত সিডনি।
হাস্যোজ্জ্বল এ তরুণ ব্যবসায়ী তার ব্যবসায়ের চমক সামান্য তুলে ধরেন। চারটি ক্যাম্পাস যথাক্রমে পারামাট্টা, বারউড,কোগারাহ ও কেম্পবেলটাউনে পনেরশও বেশি ছাত্রছাত্রী পড়াশুনা করছেন। বিভিন্ন কোর্স অফার করছে এ ইন্সটিটিউট থেকে, যেমন Advanced Civil Construction(Diploma), Kitchen Management, Diploma of Hospitality, Diploma of Early Childhood , Graduate Diploma of Management.
ASIA শিক্ষার্থীদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমে স্পষ্টভাবে যোগাযোগ করতে শেখায় যা অভিজ্ঞতামূলক শিক্ষা এবং নেতৃত্বের সুযোগ প্রদান করে। এটি সহযোগী শিক্ষণ পেশাদারদের একটি দল যারা ছাত্রদের ফলাফল উন্নত করতে একে অপরের কাছ থেকে শেখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তাছাড়া আধুনিক ক্যাম্পাসটি অভিজ্ঞ শিক্ষাদানের পাশাপাশি সহায়ক কর্মী এবং এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা একাডেমিক এবং কর্মজীবনের দক্ষতার সংমিশ্রণ থেকে একটি প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারে, তাদের আবেগ অনুসরণ করতে পারে এবং তাদের আকাঙ্ক্ষার উপলব্ধি অনুভব করতে পারে।
এছাড়াও Aspley নামে আরেকটি কলেজ চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী রায়ান রহমান । এ কলেজের তিনটি ক্যাম্পাস যথাক্রমে Parramatta, Edgecliff, Wollongong এ অবস্থিত। এ মুহূর্তে Aspley এর সাথে ৮শ জনেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এ কলেজে অনেকগুলো বিষয়ের ভিতর General English, Painting and Decorating, Bricklaying, Flooring and Tiling, Diploma of Cyber Security, Advance Telecommunication(IT), Diploma of Leadership Management উল্লেখযোগ্য।
গত ৮ নভেম্বর বুধবার ২০২৩ সিডনির ডার্লিং হারবারের Sofitel হোটেলে এক জাকঁজমক ডিনার পার্টির আয়োজন করে এ প্রতিষ্ঠাটি। ১শ টিরও বেশি খ্যাতনামা মাইগ্রেশন এজেন্ট এবং শিক্ষা পরামর্শদাতা সেখানে উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাষাভাষীর এক মিলন মেলায় পরিণত হয়। এ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন মনোমুগ্ধকর আয়োজন উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি (মিডিয়া গ্রুপ) এ প্রতিষ্ঠানের মার্কেটিং প্রধান শাইমুম সামির সাথে কথা বলে অনেক মূল্যবান তথ্য জানতে পায়। যা হয়তো আগামীতে প্রকাশ করা হবে। উক্ত প্রতিষ্ঠানের ডাইরেক্টর হাফিজ উদ্দিন ও কুর্তি সিংদা,সিইও অঙ্কিতা, প্রশাসনিক প্রধান জয় ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
সুপ্রভাত সিডনি মিডিয়া গ্রুপ থেকে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইউটিউব প্রেজেন্টার এএনএম মাসুম ও সিইও এমএ ইউসুফ শামীম। বাংলাদেশী সফল প্রাতিষ্ঠানিক ব্যবসায়ী রায়ান রহমান এবং তার সুদক্ষ টিমকে সুপ্রভাত সিডনির পক্ষ থেকে জানাই একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।