সুপ্রভাত সিডনি রিপোর্ট :
সিডনি’র বাংলাদেশী কমিউনিটিতে বহুল পরিচিত এবং সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয়মুখ বদিউজ্জামান সেলিম (৭০) গতকাল ২১ নভেম্বর ২০২৩ দিবাগত রাতে ঢাকার মীরপুরে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
আশির দশকে অস্ট্রেলিয়ায় আসা সেলিম ভাই দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন। তিনি ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার নেতা ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী স্বপনের বড় ভাই। তার ছোটবোনের স্বামী ফরহাদ হোসেন ডালিমও সিডনি প্রবাসীদের মাঝে পরিচিত মুখ।
সমাজকর্ম ও রাজনীতিতে অগ্রগামী মরহুম সেলিম জিয়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে এক সময় অস্ট্রেলিয়ায় দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ঢাকা কাবাবা, ঢাকা ক্যাফে, ঢাকা বিরিয়ানি হাউস সহ বিভিন্ন ব্যাবসার মাধ্যমে তিনি একজন সুপরিচিত উদ্যোক্তা ছিলৈন। বিক্রমপুরের স্থানীয় সন্তান মরহুম সেলিম দীর্ঘদিন সিডনির ইস্টার্ন সাবার্বে বসবাস করেছিলেন। ২০০৬ সালে তিনি মাটির টানে বাংলাদেশে ফিরে যান। পারিবারিক জীবনে তিনি ছিলেন চার সন্তানের পিতা, তাঁর পরিবারের সদস্যরা অনেকেই অস্ট্রেলিয়াতে বর্তমানে বসবাস করছেন।
ব্যক্তিগত জীবনে অত্যন্ত মিশুক ও অমায়িক প্রকৃতির মরহুম বদিউজ্জামান সেলিম তাঁর স্বভাবসুলভ বিনয়ী আচরণ, ধর্মপ্রাণ জীবনাচরণ ও সমাজসেবার কারণে সে সময়কার প্রবাসীদের মাঝে প্রিয় একজন মানুষ ছিলেন। সুপ্রভাত সিডনি পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া’র পাশাপাশি আমাদের পাঠকদের কাছ থেকেও আমরা তাঁর জন্য দোয়ার অনুরোধ জানাচ্ছি।